উল্টো লিড পেল ইংল্যান্ড

কার্ডিফই কি তবে ফিরে আসছে লর্ডসে? চতুর্থ দিনের শুরুতেই শ্রীলঙ্কার প্রথম ইনিংসের শেষটা যেভাবে হলো, তাতে এমনটা মনে হতেই পারে। দিনের শুরুতে তিলকরত্নে দিলশান বলেছিলেন, ‘লক্ষ্য, বড় একটা লিড নিয়ে ইংল্যান্ডকে চাপে ফেলা।’ ইংল্যান্ডের রান পেছনে ফেলতে প্রয়োজন ছিল মাত্র ১১৫, হাতে ৭ উইকেট। অধিনায়কের প্রত্যাশাটা অযৌক্তিক কিছু ছিল না। বড় লিড তো পরের কথা, উল্টো ইংল্যান্ডই পেয়েছে ৭ রানের লিড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড স্ট্রাউস ও ট্রটকে হারিয়ে ১৪৯ রান তুলে লিডটাকে দিনশেষে নিয়ে গেছে ১৫৬ রানে।
আগের দিন বিকেলের সেশনের মতো কাল প্রথম সেশনটাও খেয়ে নিয়েছে বৃষ্টি। সবচেয়ে বড় ভরসাকে দিনের শুরুতেই হারায় শ্রীলঙ্কা। লর্ডসে হ্যাটট্রিক সেঞ্চুরির প্রত্যাশায় থাকা মাহেলা জয়াবর্ধনে ফিরে যান হাফ সেঞ্চুরি থেকে ১ রান দূরে। দুই বল পরে আউট আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান থিলান সামারাবীরাও। উজ্জীবিত ইংলিশ বোলাররা দ্রুত ফিরিয়ে দেন ফারভিজ মাহারুফকেও। কার্ডিফের সেঞ্চুরিয়ান প্রসন্ন জয়াবর্ধনে চেষ্টা করেছিলেন পাল্টা আক্রমণ করার। কাল শ্রীলঙ্কার ১০৭ রানের ৫৭-ই এসেছে প্রসন্ন ও হেরাথের সপ্তম উইকেটজুটিতে। কিন্তু ১২ রানে শেষ ৪ উইকেট হারিয়ে লিড আর পাওয়া হয়নি তাদের।

No comments

Powered by Blogger.