ক্রাইস্টচার্চে আবার ভূমিকম্প

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ নগরে গতকাল সোমবার আবারও ভূমিকম্প হয়েছে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গত ২২ ফেব্রুয়ারির ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ব্যাপক ক্ষতি হয়। ৬ দশমিক ৩ মাত্রার ওই ভূমিকম্পে ১৮১ জন প্রাণ হারায়। ভূমিকম্পের আঘাতে ধ্বংস হয়ে যায় শত শত ভবন।
গতকাল সোমবার সকালে ক্রাইস্টচার্চে দুবার ভূকম্পন অনুভূত হয়। একটি ভূকম্পনের মাত্রা ছিল ৫.০। এতে কয়েকটি সুপার মার্কেটের তাক থেকে পণ্য নিচে পড়ে যায়। ভেঙে যায় অনেক জিনিসপত্র। শহরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানায়, সর্বশেষ এই ভূকম্পনের কেন্দ্র ছিল ক্রাইস্টচার্চের ১৪ মাইল পশ্চিমে, দুই মাইল গভীরে।
একটি সুপার মার্কেটের একজন কর্মী বলেন, তাঁর দোকানের অনেক জিনিস ভেঙে গেছে। ভূকম্পনের সময় তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন।
মদের দোকান হেনরিস ইন রোলস্টোনের ব্যবস্থাপক ফে বারসন বলেন, গত ফেব্রুয়ারি মাসের ভূমিকম্পের চেয়ে এবারের ভূকম্পনে সম্ভবত তাঁদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কেননা, তাঁর দোকানের অনেক বোতল ভেঙে গেছে।

No comments

Powered by Blogger.