ওয়েলিংটনের কোচ হলেন সিডন্স

বাংলাদেশ থেকে যাওয়ার পর খুব বেশি দিন বেকার থাকতে হলো না জেমি সিডন্সকে। ওয়েলিংটনের কোচ হচ্ছেন বলে আলোচনা ছিল মাস খানেক ধরেই। আনুষ্ঠানিক ঘোষণাটা এল গতকাল। তিন বছরের চুক্তিতে নিউজিল্যান্ডের দলটির কোচের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ। কাজ শুরু করবেন আগামী মাস থেকে। সিডন্স স্থলাভিষিক্ত হচ্ছেন সাবেক নিউ সাউথ ওয়েলস-সতীর্থ অ্যান্থনি স্টুয়ার্টের। সম্প্রতি নিউ সাউথ ওয়েলসেরই কোচের দায়িত্ব নিয়েছেন স্টুয়ার্ট।
দায়িত্বটা কিন্তু খুব সহজে পাননি সিডন্স। আবেদন করেছিলেন মোট ২৮ জন, বেছে বেছে সাক্ষাৎকার নেওয়া হয়েছিল ৭ জনের। শেষে সিডন্সের সঙ্গে লড়াইটা ছিল সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান ম্যাথু ম্যানার্ডের। ক্রিকেট ওয়েলিংটনের প্রধান নির্বাহী গেভিন লারসেন জানিয়েছেন, আন্তর্জাতিক অভিজ্ঞতার জন্যই শেষ পর্যন্ত সাবেক বাংলাদেশ কোচকে বেছে নিয়েছেন তাঁরা। সাবেক এই পেসারের আশা, ওয়েলিংটনের ক্রিকেটে নতুন যুগ আনবেন সিডন্স।

No comments

Powered by Blogger.