অলরাউন্ড পারফরম্যান্সে খুশি রায়না

অধিনায়ক হিসেবে নতুন যাত্রাটা ভালোভাবেই করেছেন সুরেশ রায়না। ওয়েস্ট ইন্ডিজ সফরে একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটা জেতার পর ওয়ানডে সিরিজের শুরুটাও করেছেন জয় দিয়েই। গতকাল ৪ উইকেটের সহজ জয়ের পর দলের অলরাউন্ড পারফরমেন্স নিয়ে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। তবে ভারতীয় অধিনায়ক ফিল্ডিংয়ে আরও ভালো করার জন্য সতীর্থদের আহ্বান জানিয়েছেন ।
কুইন্স পার্ক ওভালের বোলিং সহায়ক উইকেটে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২১৪ রানেই আটকে ফেলে জয়ের ভিত্তিটা গড়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররাই। পরে উদ্বোধনী ব্যাটসম্যান শেখর ধাওয়ানের ৫১ ও রোহিত শর্মার হার না মানা ৬৮ রানের অনবদ্য ইনিংসটির সুবাদে ৩১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। বল হাতে দুই উইকেট নেওয়ার পর ৫০ বলে ৪৩ রানের অধিনায়কোচিত এক ইনিংস খেলে রায়নাও দলের এই জয়ে নেতৃত্ব দিয়েছেন একেবারে সামনে থেকে। চার উইকেটের দারুণ এক জয়ের পর তিনি সাংবাদিকদের বলেছেন, ‘বোলাররা খুবই দারুণ বোলিং করেছে। পরে রোহিত আর শেখর ব্যাট হাতে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন। উইকেটটা খুব বেশি ব্যাটিং সহায়ক ছিল না। কিন্তু আমরা খুব অনায়াসেই জয় তুলে আনতে পেরেছি। তবে ফিল্ডিংয়ে আমাদের আরও একটু ভালো করা উচিত ছিল। আশা করছি পরের ম্যাচগুলোতে আমরা আমাদের ভুলত্রুটিগুলো শুধরে নিতে পারব।’

No comments

Powered by Blogger.