রেকর্ডের পথে রানী হামিদ

আরেকটি শিরোপার সুবাস পাচ্ছেন আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। আরলিন ডেভেলপার লিমিটেড ৩২তম জাতীয় দাবার শেষ রাউন্ডে আজ দিলারা জাহানকে হারালেই ১৮তম বারের মতো জাতীয় চ্যাম্পিয়ন হয়ে যাবেন তিনি।
আগের রাউন্ড পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা শারমীন সুলতানার কাছে হেরে যাওয়াতেই রানী হামিদের চ্যাম্পিয়নের পথ সুগম হলো। কাল দশম রাউন্ডে রানী হারিয়েছেন মাসুদা বেগমকে।
১০ ম্যাচ শেষে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন রানী হামিদ। এবার শিরোপা জিতলেই গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তাঁর নাম লেখা হয়ে যাবে বলে দাবি রানী হামিদের। কাল জানালেন, ‘আমার জানামতে, দাবায় ১৭ বার জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার ঘটনা আছে। ১৮ বার চ্যাম্পিয়ন হতে পারলে গিনেস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ড বইতে নাম লেখানোর চেষ্টা করব।’
কাল দিনের অন্যান্য খেলায় নাজরানা খান জাহানারা হককে, মাহমুদা হক রোকসানা তিতলীকে, জাকিয়া সুলতানা নূপুরকে ও আরিফা খাতুন তানজিনা আক্তার তানিকে হারিয়েছেন।

No comments

Powered by Blogger.