হেরেও খুশি ফেদেরার

সর্বশেষ কোনো টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিলেন গত বছর রোমে। ঠিক এক বছর পর আবারও সেই রোমেই ব্যর্থ হলেন রজার ফেদেরার। পরশু রোম মাস্টার্সের তৃতীয় রাউন্ডে ফ্রান্সের রিচার্ড গ্যাসকুয়েটের কাছে ৪-৬, ৭-৬ (৭/২), ৭-৬ (৭/৪) গেমে হারলেন ১৬টি গ্র্যান্ড স্লামজয়ী সুইস তারকা।
তবে সময়ের আগেই টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ায় অখুশি নন ফেদেরার। বরং ফ্রেঞ্চ ওপেনের আগে কিছুটা অবসর পেয়ে খুশিই সাবেক এক নম্বর, ‘আমি সত্যিই কয়েক দিনের বিরতি চাইছিলাম—দুই, তিন বা চার দিনের বিরতি পেয়ে আমি অবশ্যই খুশি। ফ্রেঞ্চ ওপেনের আগে শারীরিক ও মানসিকভাবে সতেজ থাকার জন্য এটার দরকার ছিল।’
ফেদেরার বিদায় নিলেও সেমিতে উঠেছেন রাফায়েল নাদাল। কাল ক্রোশিয়ার মারিন সিলিচকে ৬-১, ৬-৩ গেমে হারিয়ে নিশ্চিত করেছেন র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকাটাও। সেমিতে উঠেছেন ব্রিটেনের অ্যান্ডি মারেও । তৃতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের স্তানিসলাস ওয়ায়রিঙ্কাকে ৬-৪, ৬-১ গেমে হারিয়ে টানা ৩৬তম জয় পেয়েছেন নোভাক জোকোভিচ।

No comments

Powered by Blogger.