অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলী নেতৃত্বের বিকল্প নেই

অর্থনৈতিক উন্নয়নে প্রকৌশলীদের নেতৃত্বের বিকল্প নেই। বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে প্রকৌশলীদের মেধা ও প্রকৌশলজ্ঞান কাজে লাগানো উচিত। বিশেষ করে নতুন প্রযুক্তি প্রয়োগ করে সর্বসাধারণের জীবনযাত্রার মান উন্নত করতে প্রকৌশলীদের এগিয়ে আসতে হবে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) প্রতিষ্ঠাবার্ষিকী ‘ইঞ্জিনিয়ার্স ডে’ উপলক্ষে আইইবি আয়োজিত পাঁচ দিনের অনুষ্ঠানমালায় শেষ দিনের সেমিনারে এ মন্তব্য করা হয়। তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে গত সোমবার আইইবির কার্যালয়ে এ সেমিনার হয়।
সেমিনারে সভাপতি ছিলেন তড়িৎ কৌশল বিভাগের ভাইস চেয়ারম্যান মো. নূরুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) সভাপতি এম এম খাবীরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন তড়িৎ কৌশল বিভাগের সাধারণ সম্পাদক মো. মাইনুল ইসলাম।

No comments

Powered by Blogger.