মিয়ানমারে কোনো অর্থবহ পরিবর্তন আসেনি

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের পরও এখন পর্যন্ত সে দেশে কোনো ‘অর্থবহ পরিবর্তন’ আসেনি। জার্মানির ডিডব্লিউ টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। সাক্ষাৎকারটি গত মঙ্গলবার রেকর্ড করা হয়। এই সপ্তাহে তা সম্প্রচারের কথা রয়েছে।
টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে সু চি বলেন, ‘নির্বাচন হয়েছে। এর মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতা নিয়েছে। কিন্তু নির্বাচনের আগে যাঁরা ক্ষমতায় ছিলেন, তাঁরাই এখনো ক্ষমতায় রয়েছেন। এখন পর্যন্ত কোনো অর্থপূর্ণ পরিবর্তন আমার চোখে পড়েনি।’
সু চি আরও বলেন, ‘রাজনৈতিক বন্দীদের মুক্তি না দেওয়া পর্যন্ত এবং দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আমাদের সবাইকে অংশগ্রহণের সুযোগ না দেওয়া পর্যন্ত অর্থবহ পরিবর্তন আসবে না।’
সু চি আরও বলেন, ২০১৪ সালের জন্য মিয়ানমারকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক জোটের (আসিয়ান) সভাপতি করা হয়েছে। কিন্তু এই পদক্ষেপ দেশটিতে গণতন্ত্র প্রতিষ্ঠায় কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় না।

No comments

Powered by Blogger.