মেসিরা বলছেন, সময়টা উপভোগের

আরেকটি পালক যোগ হলো লিওনেল মেসির মুকুটে। মাত্র ২৩ বছর বয়সে জিতে নিলেন পঞ্চম লিগ শিরোপা। এর মধ্যে টানা তিনটি শিরোপা জিতেছেন পেপ গার্দিওলার রাজত্বে। বাকি দুটো জেতার সময় কোচ ছিলেন ফ্রাঙ্ক রাইকার্ড।
এই পাঁচ শিরোপার মধ্যে এবারেরটিকেই সবচেয়ে কঠিন অর্জন বলে মানছেন মেসি, ‘আমি খুবই খুশি। কারণ, এবারের শিরোপা জেতাটা আমাদের জন্য ছিল খুবই কঠিন। চ্যাম্পিয়ন হতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে। রিয়াল মাদ্রিদের মতো দুর্দান্ত এক প্রতিপক্ষ ছিল বলেই সেটি আরও কঠিন হয়ে গিয়েছিল।’
সত্যিই রিয়াল একদমই স্বস্তিতে থাকতে দেয়নি বার্সাকে। বার্সা একটু এগিয়ে যায় তো রিয়াল আবারও তাদের ধরে ফেলে। লিগের ১২তম রাউন্ড পর্যন্ত শীর্ষে ছিল রিয়ালই। ১৩তম পর্বে এসে শীর্ষস্থানে রিয়ালকে ধরে ফেলে বার্সা। শেষ ২৬ ম্যাচে এই শীর্ষস্থান হাতছাড়া করেনি বার্সা। তবে এক ম্যাচের জন্য হলেও মাঝেমধ্যে রিয়াল শীর্ষে উঠেছিল ঠিকই।
অবশেষে লেভান্তের বিপক্ষে ড্র করে দুই ম্যাচ বাকি থাকতেই টানা তৃতীয় শিরোপা নিশ্চিত করে ফেলা। মেসি তাই আছেন উপভোগের আনন্দে, ‘হ্যাঁ, এখন আমরা উপভোগ করতেই পারি।’
উৎসবের আহ্বান অধিনায়ক কার্লোস পুয়োলের কণ্ঠেও। চোটের কারণে পুয়োল অবশ্য মাঠের বাইরে ছিলেন পরশু। এ জন্য একটু মন খারাপও মনে হচ্ছে এই সেন্টার ব্যাকের, ‘আমি খুবই আনন্দিত। যদিও বাইরে থেকে বসে শিরোপা জেতার অভিজ্ঞতাটা অন্য রকম। আমাকে তো বাইরেই বসে থাকতে হয়েছিল। তবে আমি খুবই তৃপ্ত। আমরা কঠোর পরিশ্রম করেছি। সেটার ফসলই পেলাম। এখন আমরা উৎসব করব। কিন্তু আমাদের একটু বিশ্রাম নিতে হবে। কারণ, চ্যাম্পিয়নস লিগের ফাইনাল এখনো বাকি।’
বার্সার শিরোপা-উৎসব পুরো মাত্রা পাচ্ছে না চ্যাম্পিয়নস লিগের ফাইনালটার জন্যই। এরই মধ্যে আবার মেসি-পুয়োলদের জন্য মন খারাপ করা খবর এসেছে। এই মৌসুমের শেষে নাকি আর চুক্তি নবায়ন করবেন না পেপ গার্দিওলা। ক্লাব ইতিহাসে অন্যতম সফল তরুণ এই কোচ বার্সা ছাড়ব ছাড়ব করছেন বেশ কিছুদিন ধরেই। গত দুই মেয়াদে চুক্তি বাড়িয়েছেন ঠিকই, কিন্তু কোনোটাই এক বছরের বেশি নয়।

No comments

Powered by Blogger.