টেস্ট দলে দুই চন্দরপল

শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে রাখা হয়েছে শিবনারায়ণ চন্দরপলকে। ‘শেষ পর্যন্ত’ বলার কারণ, সাবেক অধিনায়কের থাকা না-থাকা নিয়ে অনেক খবরই বাতাসে উড়ছিল। কয়েক দিন আগে ছড়াল বোর্ডপ্রধানের সঙ্গে ‘উত্তপ্ত’ চিঠি চালাচালির পরও চন্দরপলকে টেস্ট দলে রাখা হচ্ছে। এরপরই ‘লাইন অ্যান্ড লেংথ নেটওয়ার্ক’-এ বিস্ফোরক এক সাক্ষাৎকারে কোচ, টিম ম্যানেজমেন্ট, বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করালেন সাবেক অধিনায়ক। তারপর শোনা গেল সাবেক অধিনায়ককে ছুড়ে ফেলা হবে উইন্ডিজ ক্রিকেটের মূল স্রোত থেকে। হয়তো এই লড়াইয়ের একটা সমাপ্তি চায় বলেই দলে রাখা হলো ১২৯ টেস্ট খেলা ব্যাটসম্যানকে।
এটিকে ঠিক তাঁর ফেরা বলা যাবে না। কারণ ওয়েস্ট ইন্ডিজের সর্বশেষ টেস্টেও খেলেছেন ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। তবে প্রায় দুই বছর পর ফিরেছেন আরেক চন্দরপল। শীর্ষ ক্রিকেটারদের অনুপস্থিতিতে ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছিলেন ক্রেইগ ব্রাফেট, কিন্তু খেলা হয়নি। ১৮ বছর বয়সী ওপেনারকে বলা হচ্ছে ‘চন্দরপলের ডানহাতি সংস্করণ’, স্কুল ও বয়সভিত্তিক ক্রিকেট মিলিয়ে গোটা পঞ্চাশেক সেঞ্চুরি করে ফেলেছেন ইতিমধ্যেই। পিঠের চোট কাটিয়ে প্রায় দুই বছর পর ফিরেছেন ফাস্ট বোলার ফিদেল এডওয়ার্ডস। আছেন টেস্ট দলের নিয়মিত মুখ ব্রেন্ডন ন্যাশও। দুই ম্যাচে টেস্ট সিরিজ শুরু ১২ মে, গায়ানায়।
টেস্ট সিরিজের ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লটন বাফ, দেবেন্দ্র বিশু, ক্রেইগ ব্রাফেট, ড্যারেন ব্রাভো, শিবনারায়ণ চন্দরপল, ফিদেল এডওয়ার্ডস, ব্রেন্ডন ন্যাশ, রবি রামপল, কেমার রোচ, আন্দ্রে রাসেল, ড্যারেন স্যামি, মারলন স্যামুয়েলস, রামনরেশ সারওয়ান, লেন্ডল সিমন্স, ডেভন স্মিথ।

No comments

Powered by Blogger.