ফিলিস্তিনের নিরাপত্তা না থাকলে যুক্তরাষ্ট্রও নিরাপদ থাকবে না

আল-কায়েদার প্রধান ওসামা বিন লাদেন মার্কিন সশস্ত্র বাহিনীর অভিযানে নিহত হওয়ার আগে ধারণ করা শেষ অডিও বার্তায় হুঁশিয়ারি করে বলেছেন, ফিলিস্তিনের নিরাপত্তা না থাকলে যুক্তরাষ্ট্রেরও নিরাপত্তা থাকবে না। গতকাল রোববার একটি ইসলামপন্থী ওয়েবসাইটে এ কথা বলা হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে উদ্দেশ করে ওই বার্তায় লাদেন বলেন, ‘ফিলিস্তিনে আমাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র নিরাপদে থাকার স্বপ্নও দেখতে পারে না। গাজায় আমাদের ভাইদের নিরাপত্তাহীন রেখে আপনারা শান্তিতে ঘুমাবেন, তা মোটেই উচিত হবে না।’
আল-কায়েদার যোগাযোগের ওয়েবসাইট শামিখ-১ ডট নেটে বার্তাটি প্রকাশ করা হয়। বার্তায় লাদেন হুঁশিয়ারি করে বলেন, ‘ইসরায়েলের প্রতি আপনার (ওবামা) সমর্থন যত দিন থাকবে, সৃষ্টিকর্তার ইচ্ছায় আপনার বিরুদ্ধে আমাদের লড়াইও তত দিন চলবে।’
লাদেন নাইন-ইলেভেনের ঘটনার স্পষ্ট উদ্ধৃতি দিয়ে বলেন, ‘ওই ঘটনা প্রমাণ করে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমাদের বীর যোদ্ধারা আপনাকে কোন বার্তাটি দিয়েছিলেন।

No comments

Powered by Blogger.