মরিনহোর পাশে ভালদানো

হোসে মরিনহোকে ৫ ম্যাচের জন্য ডাগ-আউটে নিষিদ্ধ করেছে উয়েফা। এই শাস্তি সম্পর্কে মরিনহো কোনো মন্তব্য করেননি। রিয়াল মাদ্রিদের কোচের কথা বলার দরকারও নেই। কারণ, ক্লাবের অকুণ্ঠ সমর্থন তিনি পাচ্ছেন। ক্লাব থেকে আগেই জানিয়ে দিয়েছে, শাস্তির বিপক্ষে আপিল করা হবে। আর মরিনহোর পাশে দাঁড়িয়ে হোর্হে ভালদানো উয়েফাকেই কাঠগড়ায় দাঁড় করালেন। রিয়াল মাদ্রিদের পরিচালকের দাবি, মরিনহোকে অতিরিক্ত শাস্তি দেওয়া হয়েছে।
গত মাসের শেষে চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগ শেষে রেফারি এবং উয়েফার কড়া সমালোচনা করেছিলেন মরিনহো। রিয়াল চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়লেও পরশু লা লিগায় সেভিয়াকে উড়িয়ে দিয়েছে ৬-২ গোলে। সেভিয়ার বিপক্ষে এই জয়ের পরই মরিনহোর শাস্তি সম্পর্কে স্প্যানিশ টেলিভিশনকে ভালদানো বলেছেন, ‘এটা মাত্রাতিরিক্ত।’ ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে এর পরই আসল খোঁচাটা দিয়েছেন ভালদানো, ‘মৌসুমজুড়ে অনেক কোচই কঠোর মন্তব্য করেছেন, কিন্তু তাঁদের সাজা হয়েছে কম।’
এদিকে সংবাদ সম্মেলন বর্জন করার কাজটা অব্যাহতই রেখেছেন মরিনহো। পরশুর বড় জয়ের পরও সাংবাদিকদের দর্শন দেননি রিয়ালের পর্তুগিজ কোচ।

No comments

Powered by Blogger.