জাভির শ্রদ্ধা ম্যানচেস্টারের প্রতি

বার্সেলোনা মিডফিল্ডার জাভির রয়েছে প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি অপরিসীম শ্রদ্ধা। তিনি বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড একটি মেধাবী দল। তারা সাম্প্রতিক সময়ে মাঠের লড়াইয়ে দারুণ মেধার স্বাক্ষর রেখেছে।’
‘ম্যানচেস্টার ইউনাইটেড দুর্দান্ত একটি দল। তারা মাঠের পারফরম্যান্সে নিজেদের অন্য উচ্চতায় তুলে নিয়েছে। তারা অনেক সাফল্য পেয়েছে। অনেক গৌরব তাদের ঘরে তুলেছে। সবচেয়ে বড় কথা দলটি মারাত্মক ধারাবাহিক ও অনেক প্রতিভাবান খেলোয়াড়ের সমাবেশ ঘটেছে এই দলটিতে।’ জাভির মন্তব্য।
ম্যানচেস্টার ইউনাইটেডের পল স্কলস, রায়ান গিগসকে ইউরোপের দুই সেরা অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে বর্ণনা করেছন জাভি। ম্যানচেস্টার ইউনাইটেড কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের প্রতিও শ্রদ্ধা ও সম্মান ঝরেছে তাঁর কণ্ঠে।
‘স্কলস, গিগস ও ফার্গুসন গত এক দশকে নিজেদের মেধার সবটা ঢেলে দিয়েছেন এই ক্লাবটির কল্যাণে।’ ম্যানচেস্টারের এই ত্রয়ী সম্পর্কে জাভির অভিমত।
জাভি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের খেলোয়াড়েরা কেবল ব্যক্তিগত প্রতিভার ওপর নির্ভর করেই খেলে না। স্যার ফার্গুসন এসব প্রতিভাবনকে একসূত্রে গাঁথতে পেরেছেন।’
জাভি তাঁর নিজের দল বার্সেলোনাকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘এই ম্যানচেস্টার ইউনাইটেড দলটি গোল করতে যেমন দক্ষ, গোল দিয়ে এগিয়ে গিয়ে সেটাকে ধরে রাখতেও সমান সিদ্ধহস্ত।’ তিনি বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড একবার গোল করে ফেললে আমাদের জন্য খুবই মুশকিল হবে।’
জাভি নিজেও ক্যারিয়ারের শুরুতে ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার স্বপ্ন দেখতেন বলে জানিয়েছেন। তবে এ মুহূর্তে বার্সেলোনাতে খেলে তিনি অনেক বেশি তৃপ্ত।

No comments

Powered by Blogger.