বার্সা ইতিহাস-সেরা দল: লিনেকার

সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারের আরেক পরিচয়, তিনি একসময় বার্সেলোনার খেলোয়াড় ছিলেন। আজ রাতে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও তিনি এগিয়ে রাখতে চান তাঁর সাবেক ক্লাবকে। কারণ আর কিছুই নয়, লিনেকার নিশ্চিত, মেসি-জাভি-ইনিয়েস্তা-পুয়োলদের বার্সেলোনা কেবল এ মৌসুমেরই নয়, ফুটবল ইতিহাসেরও সেরা দল।
বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে সাবেক এই ইংলিশ গ্রেট বলেন, ‘ওয়েম্বলিতে বার্সেলোনার না জেতার কোনো কারণ নেই। কারণ, তারা সবদিক দিয়েই সেরা দল। আমার মনে হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের ভাগ্য যদি আজ সুপ্রসন্ন হয়, তাহলে তারা জিতলেও জিততে পারে।’
‘একটা সেরা দলেরও বাজে দিন আসতে পারে। হতে পারে, আজকের দিনটিই বার্সেলোনার জন্য বাজে দিন। সে ক্ষেত্রেই কেবল ম্যানচেস্টার ইউনাইটেড নিজেদের জয়ী হিসেবে দেখতে পারে।’
লিনেকার মনে করেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড যে ব্যাপারটির জন্য নিজেদের নির্ভার মনে করতে পারে, তা হলো—ওয়েম্বলিতে নিজ দেশের মাটিতে খেলা। তবে এটা ঠিক বার্সেলোনার যেসব প্রতিভা রয়েছে, তাদের কাছে মাঠ কোনো বিষয় নয়, তারা যেকোনো জায়গাতেই জ্বলে উঠতে পারে। দলটি যে ইতিহাসের সেরা।’
‘ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সেলোনার মধ্যে যদি ১০টি খেলা অনুষ্ঠিত হয়, তাহলে নয়বারই বার্সা জিতবে। এ হিসাব নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই।’ লিনেকারের অভিমত।
তবে যেহেতু বড় ম্যাচ তাই আজকের ম্যাচ নিয়ে এতটা নিশ্চিত হতে চাননি লিনেকার। তিনি বলেন, ‘বার্সা সন্দেহাতীতভাবেই সেরা দল। তবে আমি মনে করি, সময়ই বলে দেবে ওয়েম্বলিতে আজ কে জিতবে।’
তিনি বার্সেলোনাকে আবারও ইতিহাসের সেরা দল হিসেবে অভিহিত করে বলেন, বার্সেলোনা খুবই আকর্ষণীয় দল। এ দলটি অবশ্যই ইতিহাসের সেরা। বার্সেলোনা ফুটবলকে সত্যিই অন্য স্তরে নিয়ে গেছে।’

No comments

Powered by Blogger.