মার্কিন নাগরিকদের সিরিয়া ত্যাগের আহ্বান

যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সিরিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। সিরিয়ার মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মীকে সরিয়ে নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। গত কয়েক দিনে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে সেনাদের গুলিতে শত শত মানুষ নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এসব সিদ্ধান্ত নেয়। এর আগে যুক্তরাষ্ট্র জানায়, তারা সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি বিবেচনা করছে।
এদিকে সিরিয়ার নিরাপত্তা বাহিনী দেশজুড়ে অভিযান চালিয়ে গণতন্ত্রকামীদের প্রতি সহানুভূতিশীল অন্তত ৫০০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। দেশটির মানবাধিকার সংগঠন সয়াসিহা গতকাল মঙ্গলবার এ কথা জানায়। এদিকে সিরিয়ার সরকার এক বিবৃতিতে বলেছে, বিদ্রোহ দমন করে ‘স্বাভাবিক পরিবেশ’ ফিরিয়ে আনতে দক্ষিণাঞ্চলীয় শহর দারায় সেনা পাঠানো হয়েছে। গত সোমবার দারায় সেনাদের গুলিতে ২০ জন নিহত হয়।

No comments

Powered by Blogger.