বিশিষ্টজনদের মনোনয়ন দিচ্ছেন মমতা

পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মনোনয়ন দিতে যাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ইতোমধ্যে বিশিষ্টজনদের একাংশ মমতার পাশে এসে দাঁড়িয়েছে। এ রকম বেশ কয়েকজন ব্যক্তির নাম মনোনয়নের তালিকায় অন্তর্ভুক্তও করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যের বিশিষ্ট ব্যক্তিত্ব যাঁদের উজ্জ্বল ভাবমূর্তি রয়েছে, তাঁদের মনোনয়ন দিতে আগ্রহী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তিনি এমন ব্যক্তিদের মনোনয়ন দেবেন না, অতীতে যাঁদের বিরুদ্ধে দুর্নীতিসহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। ২০০৮ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০০৯ সালের লোকসভা নির্বাচন এবং ২০১০ সালের পৌরসভা নির্বাচনে ব্যাপক সাফল্যের পর তা ধরে রাখতে মমতা প্রার্থী নির্বাচনে সতর্ক রয়েছেন।
জানা গেছে, এবার তৃণমূল কংগ্রেসের মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন বিশিষ্ট অভিনেতা রঞ্জিত মল্লিক, নাট্যব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, ব্রাত্য বসু, সংগীতশিল্পী নচিকেতা, অভিনেত্রী দেবশ্রী রায়, বিশিষ্ট শিক্ষাবিদ সুনন্দ সান্যাল, সাবেক আইএএস আমলা দেবব্রত বন্দ্যোপাধ্যায় ও শ্রমিকনেতা পূর্ণেন্দু বসু।

No comments

Powered by Blogger.