পাকিস্তানে ফের মার্কিন নাগরিক গ্রেপ্তার

ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় পাকিস্তানে এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম অ্যারন ডিহ্যাভেন। এর আগে গত মাসে দুই পাকিস্তানিকে হত্যার অভিযোগে রেমন্ড ডেভিস নামের আরেক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করা হয়।
কর্মকর্তারা জানান, পেশোয়ারের ইউনিভার্সিটি টাউন এলাকা থেকে গত শুক্রবার অ্যারনকে গ্রেপ্তার করা হয়। তিনি ইসলামাবাদে ক্যাটালিস্ট নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। তবে তাঁর পেশোয়ারে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে কর্মকর্তারা স্পষ্ট করে কিছু জানাতে পারেননি। গত বছরের অক্টোবরে তাঁর ভিসার মেয়াদ শেষ হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, অ্যারনকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাঁকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। আগামী ১৪ মার্চ তাঁকে আবার আদালতে হাজির করার কথা। পাকিস্তানে বিদেশিদের অবৈধভাবে বসবাসের জন্য তিন মাসের কারাদণ্ডের বিধান রয়েছে।

No comments

Powered by Blogger.