বেনজেমার গোলে ব্রাজিলকে হারাল ফ্রান্স

রিয়াল মাদ্রিদের মূল একাদশের জায়গাটা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে করিম বেনজেমার। মাঝে কয়েকদিন মূল একাদশে সুযোগ পেয়ে ভালো পারফরমেন্স দেখিয়েছিলেন তিনি। খুবই গুরুত্বপূর্ণ দুইটি ম্যাচে রিয়াল রক্ষা পেয়েছিল বেনজেমার গোল থেকেই। এবার জাতীয় দলের জার্সি গায়েও নিজেকে নতুন করে চেনালেন এই ফরাসী স্ট্রাইকার। গতকাল ফ্রান্সে অনুষ্ঠিত এক প্রীতি ম্যাচে বেনজেমার গোল থেকেই ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স।
স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামে গতকাল বেনজেমা যেন ফিরিয়ে এনেছিলেন ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালটা। সেবার ব্রাজিলকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল ফ্রান্স। তবে গতকাল ব্রাজিলিয়ান মিডফিল্ডার হার্নানেসকে লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে না হলে ফলাফল শেষপর্যন্ত কী হতো তা বলা যায় না। প্রথমার্ধের ৪০ মিনিটের মাথায় বেনজেমাকে বাজেভাবে ফাউল করার দায়ে লালকার্ড দেখেন হার্নানেস। ব্রাজিল পরিণত হয় দশ জনের দলে। এরপর দ্বিতীয়ার্ধে একের পর এক আক্রমণ শানাতে থাকেন ফরাসী স্ট্রাইকাররা। ৫৪ মিনিটে জেরেমি মেনেজের ক্রস থেকে একেবারে ফাঁকায় বল পেয়ে যান বেনজেমা। আগে কয়েকটি ফরাসী গোল প্রচেষ্টা রুখে দিলেও এবার আর গোল আটকাতে পারেন নি গোলরক্ষক জুলিও সিজার। ফ্রান্স এগিয়ে যায় ১-০ তে। শেষপর্যন্ত এটিই থেকে গেল ম্যাচের একমাত্র ফলাফল নির্ধারণী গোল হিসেবে।

No comments

Powered by Blogger.