জাতিসংঘের শুভেচ্ছাদূত পদ থেকে গাদ্দাফির মেয়েকে বহিষ্কার

লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির মেয়ে আয়শা আল-গাদ্দাফিকে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) শুভেচ্ছাদূতের পদ থেকে বাদ দেওয়া হয়েছে।
জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসার্কি গত বুধবার এক বিবৃতিতে বলেন, সম্প্রতি লিবিয়ায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর কঠোর দমন-পীড়ন চালানোর কারণে গাদ্দাফির মেয়েকে ইউএনডিপির কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আয়শা আল-গাদ্দাফিকে এইডস ও দারিদ্র্য বিমোচন এবং নারীর বিরুদ্ধে সহিংসতারোধে কাজ করতে ২০০৯ সালের ২৪ জুলাই জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়।
পেশাগত জীবনে আয়শা আইনের অধ্যাপক। জানা গেছে, তিনি ইরাকের সাবেক একনায়ক সাদ্দাম হোসেনের পতনের পর ইরাকের প্রতিরক্ষা দলে বিভিন্ন ধরনের আইনি সহায়তা দেন।

No comments

Powered by Blogger.