বৃক্ষরোপণে বিশ্ব রেকর্ড গড়লেন ফিলিপাইনের পরিবেশবাদীরা

বৃক্ষরোপণে বিশ্ব রেকর্ড গড়েছেন ফিলিপাইনের পরিবেশবাদীরা। নতুন করে বনায়ন কর্মসূচির আওতায় প্রায় সাত হাজার মানুষ একযোগে মাত্র ১৫ মিনিটে ৬৪ হাজারের বেশি বৃক্ষরোপণ করে এই রেকর্ড গড়েন। আয়োজকেরা গতকাল এ কথা জানিয়েছেন।
গত বুধবার ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় কামারিনস সুর প্রদেশের একটি বৃক্ষশূন্য বনে তাঁরা এই বিপুল সংখ্যক চারা রোপণ করেন। এল ভারদি প্রকল্পের মুখপাত্র মারা জোনেইল কর্দোভা এ কথা জানান।
গিনেস বুক অব ওয়ার্ল্ডস রেকর্ডের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, চারা রোপণ প্রক্রিয়ার সবকিছু ঠিকঠাক ছিল।
কর্দোভা বলেন, আগে এই রেকর্ডটি ছিল ভারতের।

No comments

Powered by Blogger.