সাকিবের আহ্বান

গত ২৯ নভেম্বর ‘থিংক ওয়াইজ চ্যাম্পিয়ন’ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল সাকিব আল হাসানকে। বাংলাদেশের অধিনায়ক আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছিলেন আইসিসি, ইউএনএইডস, ইউনিসেফ ও গ্লোবাল মিডিয়া এইডস ইনিশিয়েটিভসের এইডসবিরোধী প্রচারণায়। এর অংশ হিসেবেই কাল সাকিব দেশের তরুণ সমাজকে আহ্বান জানালেন এইডস নিয়ে সচেতন হতে।
ঢাকার একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউএনএইডসের কান্ট্রি কো-অর্ডিনেটর ড. সলিল পানাকাড়ান বলেন, ‘ক্রিকেট এই উপমহাদেশে সবচেয়ে জনপ্রিয় খেলা। প্রায় ২০০ কোটি মানুষ টিভিতে এবারে বিশ্বকাপের দেখবে। সচেতনতা সৃষ্টির জন্য ক্রিকেটকেই তাই সবচেয়ে উপযুক্ত মনে হয়েছে। আর সাকিব বাংলাদেশে এখন কোটি তরুণের আদর্শ। যুব সম্প্রদায়ের মধ্যে সচেতনতা তৈরিতে তিনিই যোগ্যতম।’
সচেতনতার কথা উঠে এল সাকিবের কণ্ঠেও, ‘এখনকার তরুণেরা এমনিতেই অনেক সচেতন। তার পরও আমি অনুরোধ করব সবাইকে সচেতন হতে। যাঁরা সচেতন তাদের উচিত অন্যদের সচেতন করা।’

No comments

Powered by Blogger.