হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হলেন ডেলি

সাবেক বাণিজ্যমন্ত্রী ও জেপিমর্গান চেজের নির্বাহী উইলিয়াম ডেলিকে গত বৃহস্পতিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ নিয়োগ করা হয়েছে। দেশের কর্মসংস্থান খাতকে চাঙা করতে তাঁকে এ পদে বসিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। রাজনীতি ও ব্যবসা—দুই ক্ষেত্রেই বিস্তর অভিজ্ঞতা আছে ডেলির।
২০১২ সালের নির্বাচনে ওবামার জন্য বড় চ্যালেঞ্জ হবে বেকারত্ব। যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বর্তমানে ৯ দশমিক ৮। ওবামা জানিয়েছেন, মার্কিন অর্থনীতিকে শক্তিশালী করতে কাজ করবেন ডেলে।
ওবামা বলেন, কর্মসংস্থানের হার ও অর্থনৈতিক প্রবৃদ্ধি কীভাবে বাড়াতে হবে, সে বিষয়ে ডেলির বেশ ভালো ধারণা আছে।
চিফ অব স্টাফ পদে ডেলির নিয়োগকে স্বাগত জানিয়েছে মার্কিন ব্যবসায়ী গোষ্ঠী। তিনি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের দ্বিতীয় মেয়াদের সময় ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী ছিলেন। এরপর ২০০০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী আল গোরের প্রচার ব্যবস্থাপক হিসেবে কাজ করেন।

No comments

Powered by Blogger.