স্বাধীনতার প্রশ্নে দক্ষিণ সুদানে কাল গণভোট

দক্ষিণ সুদানে আগামীকাল রোববার গণভোট অনুষ্ঠিত হচ্ছে। এ অঞ্চলটি সুদানের সঙ্গে থাকবে, নাকি একটি আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে, সে প্রশ্নে এই গণভোটের আয়োজন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করা দক্ষিণ সুদানের বাসিন্দারা শেষ পর্যন্ত স্বাধীনতার পক্ষে ভোট দেবেন এবং বিশ্ব-মানচিত্রে একটি নতুন স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটবে।
সবকিছু শেষ পর্যন্ত ঠিকঠাক থাকলে কাল সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুর হবে। ভোট নেওয়া হবে দুই হাজার ৬৩৮টি কেন্দ্রে। মোট ৪০ লাখ নিবন্ধিত ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে উত্তর সুদানে বসবাসরত দক্ষিণ সুদানের এক লাখ ১৬ হাজার এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে বসবাসরত ৬০ হাজার ভোটারও রয়েছেন।
জাতিসংঘের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই গণভোট পর্যবেক্ষণ করবেন ইউরোপীয় ইউনিয়নের ১০৪ জন পর্যবেক্ষক।

No comments

Powered by Blogger.