থাই সাহিত্য পুরস্কার পেলেন যৌনকর্মী

সাবেক এক যৌনকর্মী থাইল্যান্ডের সাহিত্য পুরস্কার পেয়েছেন। থাইল্যান্ড, হংকং ও জাপানে তাঁর জীবনের অভিজ্ঞতা নিয়ে লেখা একটি বইয়ের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হলো।
থানাড্ডা সোয়াংডিন নামের ওই নারীর বয়স ৪২ বছর। পেশার কারণে তিনি অতীতে থাইল্যান্ড, হংকং ও জাপান ঘুরে বেড়িয়েছেন। সেই সময়ের অভিজ্ঞতা নিয়ে আত্মজীবনী তিনি আই অ্যাম এরি: মাই এক্সপেরিয়েন্স ওভারসিজ লিখেছেন। সম্প্রতি প্রকাশিত হওয়া এ বইটির জন্য থাই নারী লেখকদের পুরস্কার ‘চমানার্দ বুক প্রাইজ’ দেওয়া হয়েছে তাঁকে। এই পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার বাথ বা এক হাজার ৬৬৭ মার্কিন ডলার।
ব্যাংকক পোস্টকে থানাড্ডা বলেছেন, ‘বইয়ের মাধ্যমে আমি আমার অভিজ্ঞতা অন্যদের জানাতে চাই। যারা ভুল পথে পা বাড়াতে চায়, তারা যেন এই বই থেকে শিক্ষা নিতে পারে, সেটাই আমার লক্ষ্য।’
জুরি বোর্ডের সদস্যরা বলেন, পতিতাবৃত্তির মতো বহুল আলোচিত একটি বিষয়কে নিরুৎসাহিত করার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য থানাড্ডার বইটিকে পুরস্কার দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে।
থানাড্ডা জানান, তাঁর মার্কিন বন্ধু ডেভের উৎসাহে তিনি বইটি লিখেছেন।

No comments

Powered by Blogger.