ইরাকে খ্রিষ্টানদের ওপর হামলা চালানোর হুমকি দিল আল-কায়েদা

ইরাকে আল-কায়েদার সদস্যরা সে দেশের খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর আরও হামলার হুমকি দিয়েছে। সংগঠনটি দাবি করেছে, ইসলাম গ্রহণ করায় মিসরের একটি গির্জায় দুজন নারীকে আটকে রাখা হয়েছে। তাঁদের ছেড়ে দেওয়া না হলে পাল্টা ব্যবস্থা হিসেবে তারা ইরাকের খ্রিষ্টানদের ওপর প্রতিশোধমূলক হামলা চালাবে। অবশ্য কপটিক চার্চ নামে মিসরের ওই গির্জা কর্তৃপক্ষ ইরাকি আল-কায়েদা সদস্যদের ওই অভিযোগ অস্বীকার করেছে।
গত মঙ্গলবার একটি ইসলামি ওয়েবসাইটে ওই হুঁশিয়ারি দেওয়া হয়। এতে ওই দুই নারীকে ছেড়ে দিতে মিসরের ওই গির্জা কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টির জন্য ইরাকি খ্রিষ্টানদের আহ্বান জানানো হয়।
আল-কায়েদার জঙ্গিরা ইরাকের খ্রিষ্টান সম্প্রদায়ের ওপর হরহামেশাই হামলা চালিয়ে থাকে। কিছুদিন আগে রাজধানী বাগদাদে আল-কায়েদার সদস্যরা একটি গির্জার সব সদস্যকে জিম্মি করলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ বেধে যায়। এতে ৬৮ জন নিহত হয়। জাতিসংঘের হিসাব অনুসারে, ওই ঘটনার পর থেকে এ পর্যন্ত প্রায় এক হাজার খ্রিষ্টান পরিবার ইরাক ছেড়ে বিভিন্ন দেশে চলে গেছে।

No comments

Powered by Blogger.