বিশ্বকাপে শামিল বাংলাদেশের পর্যটন

বিশ্বকাপের মতো মহাযজ্ঞ দেশের পর্যটনশিল্পের প্রচার-প্রসারের সবচেয়ে ভালো মঞ্চ। ২০১১ বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং নবগঠিত বাংলাদেশ পর্যটন বোর্ড বিশাল পরিকল্পনা হাতে নিয়েছে। গতকালই বিশ্বকাপের লোকাল পার্টনার হিসেবে আইসিসির সঙ্গে চুক্তিও হয়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বকাপ উপলক্ষে বিদেশি দল, খেলোয়াড়-কর্মকর্তা, সাংবাদিকদের পাশাপাশি অসংখ্য দর্শক-সমর্থক বাংলাদেশে আসবেন। সে সময় দেশের পর্যটনকে তুলে ধরা হবে এই অতিথিদের সামনে। লোকাল পার্টনার হিসেবে আইসিসিও সব ধরনের প্রচার কার্যক্রমে বাংলাদেশের পর্যটনকে তুলে ধরবে। এর মধ্যে আছে আইসিসির অফিসিয়াল সম্প্রচার মাধ্যম স্টার স্পোর্টস ও ইএসপিএনে বাংলাদেশের পর্যটনশিল্পের ওপর নির্মিত বিজ্ঞাপন প্রচার, ট্রফি ট্যুর আয়োজন, কক্সবাজারে আদিবাসী উৎসব, সাংবাদিকদের জন্য কান্ট্রি প্রেজেন্টেশন ও সুন্দরবন ট্যুর আয়োজন, এয়ারপোর্ট ও হোটেল ব্র্যান্ডিং ইত্যাদি।

No comments

Powered by Blogger.