শ্রীলঙ্কার টেস্ট দলে নেই মালিঙ্গা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ নভেম্বর শুরু হচ্ছে তিন ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা পাচ্ছে না লাসিথ মালিঙ্গাকে। দুই বছর পর গত জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে যিনি টেস্ট দলে ফিরেছিলেন। পুরো সিরিজে অবশ্য খেলা হয়নি, দ্বিতীয় টেস্টে ছিলেন বিশ্রামে। তৃতীয় টেস্টের শেষ দিনে বল করেছিলেন মাত্র ৬ ওভার। তবে গত অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে সিরিজে ভালোই করেছিলেন ৩০ টেস্টে ১০১ উইকেটের মালিক।
১৬ সদস্যের টেস্ট দলে নতুন মুখ উইকেটরক্ষক কৌশল সিলভা। আছেন তিন স্পিনার—অজন্তা মেন্ডিস, সুরাজ রণদিভ ও রঙ্গনা হেরাথ। প্রথম টেস্ট গলে, পরের দুটি ২৩-২৭ নভেম্বর ও ১-৫ ডিসেম্বর। এএফপি।
শ্রীলঙ্কা টেস্ট দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান, থারাঙ্গা পারানাভিতারানা, থিলান সামারাবীরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, প্রসন্ন জয়াবর্ধনে, থিলিনা কান্দাম্বি, অজন্তা মেন্ডিস, সুরাজ রণদিভ, রঙ্গনা হেরাথ, কৌশল সিলভা, ধাম্মিকা প্রসাদ, দিলহারা ফার্নান্ডো, থিলান তুষারা, সুরঙ্গা লাকমল।

No comments

Powered by Blogger.