আফগানিস্তানে তালেবানের সঙ্গে আলোচনার জন্য কমিটি গঠন

তালেবানের সঙ্গে শান্তি আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। প্রেসিডেন্টের কার্যালয় থেকে এ কথা জানানো হয়।
জঙ্গিদের পুনর্মিত্রতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট করার একটি পরিকল্পনা আদিবাসী নেতারা গত জুনে অনুমোদন করার পর সর্বশেষ এই পদক্ষেপ নেওয়া হলো।
আফগানিস্তানে মার্কিনসমর্থিত সরকারকে ক্ষমতাচ্যুত ও দেশ থেকে বিদেশি সেনাদের বিতাড়িত করতে গত নয় বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছে তালেবান জঙ্গিরা। উচ্চ ক্ষমতাসম্পন্ন এই শান্তি পরিষদ গঠনকে ‘শান্তি আলোচনার পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হিসেবে অভিহিত করেছে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের কার্যালয়।
প্রেসিডেন্টের কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী সপ্তাহে এই পরিষদের সদস্যদের সম্পর্কে বিস্তারিত জানানো হবে। পরিষদে সাবেক জঙ্গিদেরও অন্তর্ভুক্ত করা হতে পারে বলে জানা গেছে।

No comments

Powered by Blogger.