বিশ্ব এখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে: কাস্ত্রো

চার বছর পর গতকাল শুক্রবার হাভানায় প্রথমবারের মতো জনসমক্ষে বক্তব্য দিয়েছেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো। এদিকে মেক্সিকোর একটি সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি উনিশ শতকের ষাট ও সত্তরের দশকে নিজের শাসনামলে সমকামীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার কথা স্বীকার করেছেন।
হাভানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও অন্যদের অংশগ্রহণে এক শোভাযাত্রায় স্বতন্ত্র বৈশিষ্ট্যসূচক জলপাই সবুজ রঙের সামরিক পোশাক পরিধান করেন কাস্ত্রো। শোভাযাত্রায় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের উত্তেজনা ছড়ানোর কারণে গোটা বিশ্ব এখন পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্তে। দীর্ঘদিন নিঃসঙ্গ জীবনযাপন শেষে জুলাই মাসে জনসমক্ষে আসার পর থেকে প্রায় প্রতিদিনই সংবাদমাধ্যমের শিরোনামে আসছেন কাস্ত্রো। অসুস্থতার কারণে ২০০৬ সালে ছোট ভাই রাউল কাস্ত্রোর কাছে প্রেসিডেন্ট পদ ছেড়ে দেন ফিদেল কাস্ত্রো। হাভানা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ওই শোভাযাত্রা দেশটির জাতীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। কাস্ত্রো বলেন, চল্লিশের দশকে আইন বিষয়ে পড়াশোনা করার সময় তিনি সময় ও দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়া শুরু করেন। ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের পুরোধা ব্যক্তিত্ব কাস্ত্রো বলেন, ‘ওই সময় আমি আমার জীবনের সত্যিকার গন্তব্য আবিষ্কার করি।’
এদিকে, ষাট ও সত্তরের দশকে নিজের শাসনামলে সমকামীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করার কথা স্বীকার করেছেন কাস্ত্রো। গত মঙ্গলবার মেক্সিকোর লা জর্দানা সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তাঁদের অধিকারের বিরুদ্ধে কথা বলে তাঁদের প্রতি চরম অবিচার করেছি।’ তিনি বলেন, ‘তখন আমি এ বিষয়টি জানতাম না।’ তিনি বলেন, ‘সমকামীদের প্রতি বৈষম্যমূলক আচরণের জন্য ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি দায়ী নয়। বরং আমি ওদের প্রতি সেভাবে মনোযোগ দিইনি। তাই এ জন্য আমিই দায়ী।’

No comments

Powered by Blogger.