বিশেষ অলিম্পিকের বাছাই শুরু আজ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান, খুলনা শাখার মাঠে আজ মেলা বসছে বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের। আগামী বিশেষ অলিম্পিকের জন্য খুলনা ও বরিশাল অঞ্চলের বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের বাছাইপর্ব শুরু হচ্ছে আজ। বিশেষ অলিম্পিকে বাংলাদেশের স্পনসর গ্রামীণফোন। এই বাছাই-প্রক্রিয়ার আর্থিক সহায়তাও দিচ্ছে তারাই।
প্রাথমিকভাবে বাছাই করা বুদ্ধিপ্রতিবন্ধী ক্রীড়াবিদদের নিয়ে গঠন করা হবে জাতীয় ট্যালেন্টপুল। এরপর দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ। তাদের উপযুক্ত করে তোলা হবে ২০১১ বিশেষ অলিম্পিকের জন্য। খুলনায় তিন দিনব্যাপী এই বাছাই-প্রক্রিয়ায় অংশ নিচ্ছে ১২টি প্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন ক্রীড়াবিদ।

No comments

Powered by Blogger.