আজ সাধারণ সূচক বেড়েছে ৪৩.৯৮ পয়েন্ট

ঢাকা শেয়ারবাজারে (ডিএসই) আজ বৃহস্পতিবার সাধারণ সূচক ও লেনদেন বেড়েছে। বিকেল তিনটার সময় লেনদেন শেষ হওয়ার আগ পর্যন্ত সাধারণ মূল্যসূচক ৪৩ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭৫ পয়েন্টে। আজ মোট লেনদেন হয়েছে এক হাজার ৯৮৮ কোটি টাকার, যা আগের দিনের চেয়ে আট কোটি টাকা বেশি।
আজ শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। মোট ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৫টি প্রতিষ্ঠানের, কমেছে ১০৬টি প্রতিষ্ঠানের এবং অপরিবর্তিত রয়েছে মোট পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
লেনদেনে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো তিতাস গ্যাস, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, সামিট পাওয়ার, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও বেক্সিমকো।
দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা পাঁচটি প্রতিষ্ঠান হলো ইস্টার্ন ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামিক ব্যাংক, ইউনাইটেড ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং ও রহিম টেক্সটাইল।
দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ পাঁচটি হলো নর্দার্ন ইন্সু্যুরেন্স, বঙ্গজ, বিএসসি, বিওসি বাংলাদেশ ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।

No comments

Powered by Blogger.