কেনিয়ায় নতুন সংবিধান নিয়ে গণভোট

কেনিয়ায় গতকাল বুধবার নতুন সংবিধান নিয়ে গণভোট হয়েছে। দেশটিতে রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে গৃহীত বিভিন্ন পদক্ষেপের অংশ এই নতুন সংবিধান প্রণয়ন।
নতুন সংবিধানে প্রেসিডেন্টের ক্ষমতা কমানো হয়েছে। এ ছাড়া ভূমিবিরোধ নিষ্পত্তির জন্য একটি কমিশন গঠনের বিধানও রয়েছে। ভূমিবিরোধ নিয়ে কেনিয়ায় অতীতে অনেক সহিংসতার ঘটনা ঘটেছে।
২০০৭ সালের ডিসেম্বরে বিতর্কিত নির্বাচনের পর সৃষ্ট ভয়াবহ সহিংসতা বন্ধের লক্ষ্যে যে চুক্তি হয়েছিল এরই অংশ এ গণভোট। ওই সহিংসতায় এক হাজারের বেশি লোক নিহত হয়েছিল।
দেশটির প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি এবং প্রধানমন্ত্রী রাইলা ওদিঙ্গা দুজনই গণভোটে ‘হাঁ’-এর পক্ষে। জনমত জরিপ অনুযায়ী গণভোটের রায় নতুন সংবিধানের পক্ষে যাবে।
প্রেসিডেন্ট কিবাকি নাগরিকদের সবাইকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘দেশের সব অংশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’
স্থানীয় সময় সকাল ছয়টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ করা যায়।

No comments

Powered by Blogger.