স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিরাপত্তা চেয়েছে বিজিএমইএ

গত কয়েক দিনে পোশাক খাতে সর্বনিম্ন মজুরি বোর্ড নিয়ে সৃষ্ট অস্থিরতায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার বিজিএমইএর সভাপতি সালাম মুর্শিদীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে দেখা করে তাদের নিরাপত্তা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘ব্যবসায়ীরা তাঁদের নিরাপত্তা দেওয়াসহ আসন্ন রমজান মাসে যেন কোনো রকমের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়েছেন। আমরা বলেছি তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আশুলিয়ায় যেভাবে পুলিশকে হেনস্থা করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। ভবিষ্যতে কেউ যেন এভাবে আইনশৃঙ্খলা নিজের হাতে তুলে না নেয়, সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন। পোশাক শিল্পের মাধ্যমে দেশের ৮০ শতাংশ বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। তাই এই খাতের স্বার্থ রক্ষায় সবার সর্বোচ্চ চেষ্টা থাকা উচিত।
বিজিএমইএ সভাপতি সাংবাদিকদের বলেন, ‘পুরো পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে শুরু করেছে। তবে রমজান মাসেও যেন পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে কারণেই আমরা সরকারের সহযোগিতা চেয়েছি।’

No comments

Powered by Blogger.