‘টেস্ট ক্রিকেট সেকেলে’

টি-টোয়েন্টির জন্য টেস্ট তার সৌন্দর্য হারাচ্ছে—ক্রিকেট নিয়ে সাবেকদের সাধারণ মূল্যায়ন এ রকমই। কিন্তু সঞ্জয় মাঞ্জরেকার সাধারণের বিপক্ষেই দাঁড়ালেন। তিনি বললেন, টেস্ট ক্রিকেটটাই একটা সেকেলে ব্যাপার হয়ে গেছে! আজকের দিনে টেস্ট নিয়ে আহাজারি না করে বরং টি-টোয়েন্টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত বলে মনে করছেন সাবেক এই টেস্ট ক্রিকেটার।
১৯৮৭ থেকে ১৯৯৭ পর্যন্ত ভারতের হয়ে ৩৭টি টেস্ট খেলেছেন। পাকিস্তান সফরে গিয়ে লাহোর টেস্টে ২১৮ রানের একটা ইনিংস খেলেছিলেন ১৯৮৯ সালে। টেস্ট ব্যাটসম্যান হিসেবেই সমধিক পরিচিত প্রয়াত বিজয় মাঞ্জরেকার-তনয়। আর সেই মাঞ্জরেকার বলছেন টি-টোয়েন্টিকে মোটেই খাটো করে দেখা উচিত নয়, ‘টেস্ট ক্রিকেট একটা সেকেলে ধারণা। আমাদের বাস্তববাদী হওয়া উচিত এবং টি-টোয়েন্টিকে খাটো করে দেখা বন্ধ হওয়া উচিত। পছন্দ করার অধিকারটা দর্শকের। দর্শক যদি ভারত-শ্রীলঙ্কা টেস্টের চেয়ে টি-টোয়েন্টি দেখতে বেশি পছন্দ করে, তাহলে আমাদের আরও বেশি আইপিএল ম্যাচ আয়োজন করা উচিত।’
শুধু এটুকুই নয়, টি-টোয়েন্টির মতো খেলায় মাঞ্জরেকার ক্রিকেটীয় মানেরও কোনো কমতি দেখছেন না, ‘আইপিএল সফল হয়েছে, কারণ খেলায় মান ছিল। এখানে শচীন, ওয়ার্নের মতো খেলোয়াড় খেলেছে। তাই পুরো ব্যাপারটা শুধু জোরে বল পেটানো হচ্ছে না।’

No comments

Powered by Blogger.