কাউন্টি অভিষেকেই সাকিবের ৯০

ইংলিশ কাউন্টি ক্রিকেটে দুর্দান্ত অভিষেক হলো সাকিব আল হাসানের। কাল কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন টু এর খেলায় উস্টারশায়ারের হয়ে ডার্বিশায়ারের বিপক্ষে চার দিনের ম্যাচের প্রথম দিনেই নিজেকে চেনালেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক। সাকিবের ৯০ রানের সৌজন্যে প্রথম ইনিংসে উস্টার অলআউট হওয়ার আগে ২৭৯ রান করতে পারল।
ডার্বিশায়ার কাউন্টি মাঠে শুরুতে হোঁচটই খেয়েছিল উস্টার। ৬৬ রানে পড়ে গিয়েছিল তাদের প্রথম ৪ উইকেট। সাকিবের নায়ক হয়ে ওঠা এর পরই। ছয় নম্বরে ব্যাট করতে নেমে নিজের ব্যাটিংটাই করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৪৯ বলে করেছেন ফিফটি। ১২১ মিনিট উইকেটে থেকে ৮২ বলে ১৬টি বাউন্ডারিসহ করেছেন ৯০ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান এটাই। পঞ্চম উইকেটে ডেভিড হুইলডনের সঙ্গে ৪০ ও ষষ্ঠ উইকেটে জেমস ক্যামেরনের সঙ্গে ১০১ রানের জুটি গড়ে উস্টারশায়ারের বিপর্যয় সামলানোর কাজটাও করেছেন সাকিবই। তবে দক্ষিণ আফ্রিকান মিডিয়াম পেসার গ্রেগ স্মিথের বলে কট বিহাইন্ড হয়ে কাউন্টি অভিষেকটা সেঞ্চুরি দিয়ে উদ্যাপন করতে পারেননি মাত্র ১০ রানের জন্য। উস্টারের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ক্যামেরন করেছেন ৮৯ রান। দিনশেষে ডার্বিশায়ার বিনা উইকেটে ৪৩ রান তুলেছে।

No comments

Powered by Blogger.