স্থিতিশীল সরকার প্রতিষ্ঠায় কাজ করে যাব: গর্ডন ব্রাউন

যুক্তরাজ্যের নির্বাচন-পরবর্তী সরকারে স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন প্রতিজ্ঞা করে বলেছেন, ‘আমি আমার কাজ করে যাব।’ এদিকে লেবার দলের মন্ত্রীরা গতকাল শুক্রবার লিবারেল ডেমোক্র্যাটদের সঙ্গে সম্ভাব্য সরকার গঠনের চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করেছেন। খবর এএফপির।
কারকডি ও কাওডেনবিথ আসনে পুনরায় জয়ী হওয়ার পর গর্ডন ব্রাউন বলেন, ‘এই নির্বাচনের পর আমার দায়িত্ব হচ্ছে ব্রিটেনে শক্তিশালী, স্থিতিশীল ও নীতিনিষ্ঠ সরকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়া।’ তিনি বলেন, ‘এমন একটি সরকার গঠন করতে হবে, যা ঐকমত্যের ভিত্তিতে ব্রিটেনকে স্থিতিশীল অর্থনৈতিক পুনরুদ্ধার ও সুদূরপ্রসারী রাজনৈতিক পদ্ধতির সংস্কার নিয়ে আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়নে নেতৃত্ব দেবে।’
এবারের পার্লামেন্ট নির্বাচনে যুক্তরাজ্যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ১৯৭৪ সালের পর এই প্রথম সেখানে ঝুলন্ত পার্লামেন্ট গঠিত হতে যাওয়ায় গর্ডন ব্রাউন এ কথা বলেন।

No comments

Powered by Blogger.