পিটার রবিনসন হেরে গেছেন

উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার পিটার রবিনসন তাঁর নির্বাচনী আসনে পরাজিত হয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, পরাজিত হলেও পিটার রবিনসনের দল যুক্তরাজ্যের আসন্ন ঝুলন্ত পার্লামেন্ট বা জোট সরকারকে আন্দোলিত করবে।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ব্রিটেনের সাধারণ নির্বাচনে কনজারভেটিভ পার্টি সর্বাধিক আসনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দলটিকে জোট সরকার গঠন করতে হবে। এতে রবিনসনের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির (ডিইউপি) সমর্থনের দরকার পড়তে পারে।
রবিনসন উত্তর আয়ারল্যান্ডের বেলফাস্ট ইস্ট আসন থেকে ১৯৭৯ সাল থেকে নির্বাচিত হয়ে আসছিলেন। কিন্তু যৌন ও অর্থ কেলেঙ্কারির পর এবারই তিনি আসনটি থেকে ছিটকে পড়লেন। তাতে কী, উত্তর আয়ারল্যান্ডের ১৮টি আসনের মধ্যে তাঁর দল বেশির ভাগ আসনে জয়লাভ করেছেন।
বিশ্লেষকেরা বলছেন, কনজারভেটিভ পার্টি এখন উত্তর আয়ারল্যান্ডের দলগুলোর সঙ্গে জোট বাধার চেষ্টা করবে। প্রটেস্টান্ট ডিইউপির সমর্থন লাভেরও চেষ্টা করতে পারে কনজারভেটিভ পার্টি। তবে রবিনসনের দল তাদের আহ্বানে সাড়া দেবে কি না সন্দেহ।

No comments

Powered by Blogger.