যুক্তরাজ্যের নির্বাচনের প্রভাব বিশ্ব পুঁজিবাজারে

ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফলাফলে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে দ্বিতীয়বারের মতো ঝুলন্ত পার্লামেন্টের বিষয়টি নিশ্চিত হয়েছে। আর এর প্রভাব পড়েছে লন্ডনসহ বিশ্ব পুঁজিবাজারে।
লন্ডন স্টক এক্সচেঞ্জে গতকাল শুক্রবার এফটিএসই ১০০ সূচক কমে দাঁড়িয়েছে ৫৩ দশমিক শূন্য পাঁচে। জার্মানির ডিএএক্স সূচক কমে দাঁড়িয়েছে ৭১ দশমিক আট শূন্যতে আর ফ্রান্সে সিএসি-৪০-এর সূচক কমে দাঁড়িয়েছে ৯২ দশমিক আট এক পয়েন্টে। একই দিনে গত এক বছরের মধ্যে ব্রিটেনের মুদ্রা পাউন্ড স্টার্লিংয়ের দাম মার্কিন ডলারের বিপরীতে সর্বোচ্চ পরিমাণ কমে গেছে।
শুধু ইউরোপে নয়, ব্রিটেনের নির্বাচনের প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও। জাপানের বেঞ্চমার্ক নিক্কেইতে সূচক কমেছে শতকরা তিন দশমিক এক ভাগ। চীন, থাইল্যান্ড, হংকং ও নিউজিল্যান্ডের পুঁজিবাজারেও গতকাল দরপতন ঘটেছে। ইউরোপের দেশ গ্রিসে ভয়াবহ অর্থনৈতিক মন্দা চলছে। এর কিছুটা প্রভাব পড়েছে স্পেন ও পর্তুগালে। এরই মধ্যে ব্রিটেনের নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্টের কারণে ইউরোপ ও এশিয়ার পুঁজিবাজারের দরপতন বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা।

No comments

Powered by Blogger.