পাকিস্তানি তালেবানরা অন্য জঙ্গিদের সঙ্গে সহযোগিতা বাড়াচ্ছে

পাকিস্তানি তালেবানরা সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে আল-কায়েদাসহ অন্য জঙ্গিদের সঙ্গে সহযোগিতা বাড়িয়েছে। গতকাল শুক্রবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে এ কথা বলেছে।
পাকিস্তান ইনস্টিটিউট অব পিস স্টাডিজের পরিচালক আমির রানা নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘পাকিস্তানে তালেবানরা আল-কায়েদার স্থানীয় সহযোগী। আন্তর্জাতিক পর্যায়ে তালেবানদের নিজেদের এজেন্ডা বাস্তবায়নের কোনো সক্ষমতা নেই।’ খবর পিটিআই-এর।
নিউইয়র্ক টাইমস আরও জানায়, মার্কিন ড্রোন বিমানের হামলা ও পাকিস্তানি সেনাবাহিনীর অভিযানে পর্যুদস্ত হলেও তালেবানরা অন্য জঙ্গিদের সঙ্গে যোগসাজশ করে নিজেদের টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। পাকিস্তানি তালেবানদের শীর্ষ নেতারা এখনো ধরা পড়েননি। দমন অভিযানের মুখে উত্তর ওয়াজিরিস্তানে নতুন আশ্রয়ের সন্ধান করছেন তাঁরা।
বিভিন্ন পশ্চিমা কূটনীতিক ও গোয়েন্দা কর্মকর্তারা বলেছেন, ওই অঞ্চলের জঙ্গি গোষ্ঠীগুলো নিজেদের কিছুটা ‘বদলে ফেলেছে’ বলে এদের মধ্য থেকে তালেবানদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে পড়েছে।

No comments

Powered by Blogger.