জ্বালানি খাত ঢেলে সাজাবে যুক্তরাষ্ট্র

মার্কিন সিনেটররা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বহু প্রতীক্ষিত পরিকল্পনা বাস্তবায়নে উদ্যোগ নিয়েছেন। বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে তাঁরা জ্বালানির ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো পুনর্গঠনের অঙ্গীকারও করেন। মেক্সিকো উপসাগরে তেল ছড়িয়ে পড়ার ঘটনায় উপকূলীয় প্রতিবেশ রক্ষায় সিনেটররা যখন সোচ্চার, ঠিক সে সময় এ পরিকল্পনার কথা তুলে ধরা হলো। খবর এএফপির।
এ উদ্যোগের পেছনে মূলশক্তি হিসেবে কাজ করছেন প্রেসিডেন্ট বারাক ওবামার ঘনিষ্ঠ মিত্র সিনেটর জন কেরি। বুধবার জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিলটি কার্বনের ওপর মূল্য আরোপ করবে। বৈশ্বিক উষ্ণতার জন্য কার্বন নির্গমনকেই দায়ী করা হয়। বিলটি অনুমোদিত হলে যুক্তরাষ্ট্রে জ্বালানি ব্যবহারের ধরনও বদলে যাবে। এতে সৃষ্টি হবে লাখ লাখ পরিবেশবান্ধব চাকরি।
জন কেরি বলেন, ‘এ বিল বিশ্বের প্রতি এমন এক বার্তা, যেখানে বলা হচ্ছে, বিশ্বের দূষণমুক্ত জ্বালানির সম্প্রসারণে সামনে থেকে নেতৃত্ব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত।

No comments

Powered by Blogger.