প্রাণনাশের আশঙ্কা নলিনীর, তদন্ত কমিটি গঠন

ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি নলিনী শ্রীহরণ তাঁর প্রাণনাশের আশঙ্কা করেছেন। তাঁর অভিযোগের পরিপ্রেক্ষিতে তামিলনাড়ু রাজ্য সরকার শীর্ষ কারা কর্মকর্তাকে প্রধান করে একটি তদন্ত কমিটি করেছে। গতকাল বৃহস্পতিবার তামিলনাড়ুর আইনমন্ত্রী দুরাই মুরুগান এ কথা জানান।
গত সোমবার বিধানসভার অধিবেশনে মুরুগান বলেন, তদন্ত কমিটির প্রধান রাজ্যের কোইমবাতর শহরের কারা উপ-মহাপরিদর্শক গোবিন্দরাজন কঠোর নিরাপত্তাবেষ্টিত ভেলোর নারী কারাগারে যাবেন এবং সেখানে নলিনীর অন্যান্য অভিযোগের অনুসন্ধান করবেন। নলিনী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন, কারাগারের কর্মকর্তারা তাঁর ওপর নির্যাতনও করেন।
আইনমন্ত্রী বলেন, নলিনী বেশ কিছু দুর্দশা ও অভিযোগের কথা জানিয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। তাঁর অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে বলে আশা করা হচ্ছে।

No comments

Powered by Blogger.