আজ কত গোলে জিতবে আবাহনী

গত বছরের স্মৃতি মনে পড়লে একটু খারাপই লাগে ঢাকা আবাহনীর। গতবারের টুর্নামেন্টে একটা গোল বেশি না করতে পারার আক্ষেপে পুড়তে হয়েছিল তাদের। এএফসি প্রেসিডেন্টস কাপে শ্রীলঙ্কা আর্মি দলের বিপক্ষে জয় দিয়ে শুরু করেও গত বছর গ্রুপ পর্বে হয়েছিল রানার্সআপ। কিন্তু গোল ব্যবধানে পিছিয়ে থাকায় চূড়ান্ত পর্বে তারা যেতে পারেনি। পরশু নেপাল নিউ রোড দলকে ২-০ গোলে হারালেও তাই জয়ের উদ্যাপনে ছিল না কোনো উচ্ছ্বাস। আজ চীনা তাইপের হাসুস এনটিসিপিই দলের বিপক্ষে বড় ব্যবধানে জয়টা যাতে হাতছাড়া না হয়, সেই প্রার্থনাই করছে আবাহনী।
প্রথম ম্যাচে জয় এনে দেওয়া স্ট্রাইকার এনামুল অবশ্য এই দলকে মোটেও অবহেলা করছেন না, ‘আমরা কোনো দলকেই খাটো করে দেখছি না। অবশ্যই জয়ের প্রত্যাশায় মাঠে নামব। তবে গতবার যেহেতু গোল ব্যবধানে পিছিয়ে পড়ে চূড়ান্ত পর্বে যেতে পারিনি, তাই এবার মানসিক প্রস্তুতি থাকবে জয়ের সঙ্গে গোলসংখ্যা বাড়ানোরও। টুর্নামেন্টে গোল-গড়টা আমাদের অবশ্যই কাজে দেবে।’ আবাহনীর জন্য হাসুসকে বড় ব্যবধানে হারানোর অনুপ্রেরণা হতে পারে গত পরশুর ম্যাচটাই। প্রচণ্ড গরমে ক্লান্ত চীনা তাইপের দলটি পরশু ০-৫ গোলে হেরেছে কিরগিজস্তানের দরদই বিশকেকের কাছে।

No comments

Powered by Blogger.