লালু ও মুলায়মকে ‘কুকুর’ বলে বিপাকে নীতিন



রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব ও সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদবকে ‘কুকুর’ বলে গাল দিয়ে বিপাকে পড়েছেন প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সভাপতি নীতিন গড়কারি। এতে ক্ষুব্ধ হয়ে বিহারের আরজেডির নেতারা তাঁর বিরুদ্ধে বিক্ষোভ করার ঘোষণা দিয়েছেন। গড়কারির বিরুদ্ধে মামলা ঠোকার কথাও ভাবছেন তাঁরা। খবর টাইমস অব ইন্ডিয়ার।
গত বুধবার এক সমাবেশে নীতিন বলেন, লালুপ্রসাদ ও মুলায়ম সিং কংগ্রেসের পা-চাটা কুকুর। পরে অবশ্য তিনি তাঁর মন্তব্য ফিরিয়ে নিয়ে বলেন, কাউকে হেনস্তা করতে তিনি এ মন্তব্য করেননি। এতে চিঁড়া ভিজেনি। বরং আরজেডির কিছু নেতার ক্ষোভ বেড়েই চলে। দলীয় সূত্র জানায়, বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ শুক্রবার নেতা-কর্মীদের সভা ডাকা হয়েছে।
আরজেডির জ্যেষ্ঠ নেতা রাম কিরপাল যাদব বলেন, সভায় গড়কারির বিরুদ্ধে মামলা করার বিষয়ে আলোচনা হবে। এ ঘটনায় আজ পাটনায় নীতিন গড়কারির কুশপুত্তলিকা পোড়ানো হবে। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা চুপ করে বসে থাকব না। গড়কারির সংকীর্ণ মানসিকতার সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত।’
নীতিন গড়কারির ওই আপত্তিকর মন্তব্যের পরদিন কংগ্রেসের মুখপাত্র শাকিল আহমেদ বলেন, ‘এটি চরম অবমাননাকর ভাষা। তবে আমরা অবাক হইনি। কারণ তাঁর এ ধরনের মনোভাবের পরিচয় এর আগে আমরা পেয়েছি। দলের অপর মুখপাত্র জয়ন্তী নাটরাজন গড়কারির মন্তব্যকে ‘দুঃখজনক ও অবমাননাকর’ উল্লেখ করে বলেন, রাজনীতিকে এত নিচে নামিয়ে আনার জন্য জাতির কাছে তাঁর ক্ষমা চাইতে হবে।
এদিকে মন্তব্য করার পরপরই বিজেপির সভাপতি বলেন, ‘আমার কথাগুলো যদি কারও মনে ব্যথা দিয়ে থাকে, তাহলে তা ফিরিয়ে নিচ্ছি। আমি তাঁদের আসলে কুকুর বলিনি। এটি আসলে কথার কথা। এ নিয়ে ভুল বোঝা উচিত নয়। আমি কেবল তাঁদের ভূমিকা সম্পর্কে বলেছি।’
গড়কারি বলেন, ‘এই দুই দলই আমাদের সঙ্গে ছিল, পরে তারা মুখ ফিরিয়ে নেয়।’ তিনি বলেন, ‘কাট মোশনের (লোকসভা সদস্যদের ভেটো দেওয়ার ক্ষমতা) সময় কী হয়েছিল? টিভির সামনে দেখা গেল, সুষমা স্বরাজের (বিরোধীদলীয় নেতা) সঙ্গে দাঁড়িয়ে আছেন লালুপ্রসাদ ও মুলায়ম। দুই দলই তখন আমাদের সঙ্গে ছিল। পরে তারা সটকে পড়ে।’
গড়কারি বলেন, ‘পরে একজন আমাকে প্রশ্ন করেন, কংগ্রেসের সঙ্গে কোন দল রয়েছে? আমি তখন বলেছিলাম, একটি দলই আছে কংগ্রেসের সঙ্গে। দলটি হচ্ছে কংগ্রেস ব্যুরো অব ইনভেস্টিগেশন।’ সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (সিবিআই) ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে গোয়েন্দা সংস্থা সিবিআইকে ব্যবহার করার অভিযোগ রয়েছে তাঁর।

No comments

Powered by Blogger.