ভারতে ফের জাতীয় উপদেষ্টা পর্ষদ গঠন শীর্ষ পদে সোনিয়া

ভারতের কেন্দ্রীয় সরকার আবারও জাতীয় উপদেষ্টা পর্ষদ গঠন করছে। এ ব্যাপারে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্ষদের চেয়ারপারসন হবেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী। চার বছর আগেও এ পদে ছিলেন সোনিয়া। কিন্তু লাভজনক এ পদটি নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হওয়ায় তিনি ইস্তফা দেন। একই সঙ্গে তিনি ইস্তফা দিয়েছিলেন সংসদের সদস্যপদ থেকেও। এরপর রায়বেরিলি কেন্দ্র থেকেই উপনির্বাচনে জয়ী হয়ে আবারও লোকসভায় আসেন সোনিয়া। ওই ঘটনার পর মাত্র দুই বছর টিকে ছিল ওই পর্ষদ।
আবার নতুন করে এ উপদেষ্টা পর্ষদ গঠনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এ পর্ষদের কাজ হবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজের ওপর নজরদারি করা এবং সরকারকে পরামর্শ দেওয়া। চেয়ারপারসনের পদটি পূর্ণমন্ত্রীর মর্যাদাসম্পন্ন। চেয়ারপারসনই পর্ষদের অন্য সদস্যদের মনোনীত করবেন। আর তাঁদের বেতন-ভাতা নির্ধারণ করবে কেন্দ্রীয় সরকার। তবে পর্ষদে যেসব সাংসদ থাকবেন, তাঁরা কোনো বেতন-ভাতা পাবেন না। আপাতত এক বছরের জন্য পর্ষদটি গঠন করা হচ্ছে। পরে এর মেয়াদ বাড়ানোর ব্যাপারে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।

No comments

Powered by Blogger.