মেক্সিকোতে গুলিতে ১০ শিশু-কিশোর নিহত

মেক্সিকোর উত্তরাঞ্চলে মাদক পাচারকারী চক্রের সদস্যদের গুলিতে ১০ জন শিশু ও কিশোর-কিশোরী নিহত হয়েছে। দুরাঙ্গো রাজ্যে শিশু-কিশোরদের বহনকারী একটি পিকআপে গত রোববার আততায়ীরা প্রথমে একটানা গুলি চালায়। এর পর তারা পিকআপটিতে বিস্ফোরণ ঘটায়।
মেক্সিকোর মাদক উৎপাদনকারী অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গেলে এ ঘটনা ঘটেছে। মেক্সিকোতে মাদক ব্যবসায়ী ও মাদক পাচারকারী চক্রগুলো ইদানীং খুব বেপরোয়া হয়ে উঠেছে। গত কয়েক সপ্তাহে তারা বেশ কয়েকটি নাশকতামূলক হামলা চালিয়েছে। এমনই এক হামলায় সম্প্রতি দুজন মার্কিন নাগরিক নিহত হন। এসব সংঘর্ষ ও সহিংসতার ঘটনায় মেক্সিকোর নাগরিক, পর্যটক, বিদেশি বিনিয়োগকারী, এমনকি যুক্তরাষ্ট্রও উদ্বিগ্ন হয়ে পড়েছে। বিষয়টির সুরাহা করতে যুক্তরাষ্ট্র সরকার একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পাঠিয়েছে মেক্সিকোতে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গোমেজ মন্ট গত সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, যদি হামলাকারীরা মনে করে, এভাবে তারা মেক্সিকোতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারবে, তবে তারা ভুল করবে।

No comments

Powered by Blogger.