হিজবুল্লাহকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইরান ও সিরিয়া

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস অভিযোগ করেছেন, লেবাননের কট্টরপন্থী শিয়া সংগঠন হিজবুল্লাহকে অত্যাধুনিক রকেট ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে ইরান ও সিরিয়া। এতে করে ওই অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে।
ওয়াশিংটনে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাকের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গেটস বলেন, ‘ইরান ও সিরিয়া হিজবুল্লাহকে রকেট ও ক্ষেপণাস্ত্রের জোগান দিচ্ছে। হিজবুল্লাহর কাছে এখন যত রকেট ও ক্ষেপণাস্ত্র আছে, বিশ্বের অনেক দেশের সরকারের হাতে তা নেই। এতে করে ওই অঞ্চলের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। আমরা খুবই সতর্কতার সঙ্গে বিষয়টি লক্ষ করছি।’
ইসরায়েলের অভিযোগ, হিজবুল্লাহকে স্কাড ক্ষেপণাস্ত্র সরবরাহ করে সিরিয়া। তবে সিরিয়া বারবার এ অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

No comments

Powered by Blogger.