ধর্ষণের রাজধানী কঙ্গো

জাতিসংঘের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও ইউরোপীয় কমিশনের সাবেক ভাইস প্রেসিডেন্ট মারগট ওয়ালস্ট্রম বলেছেন, বিশ্বে ধর্ষণের রাজধানী হলো আফ্রিকার দেশ কঙ্গো। যারা এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত তারা যেন রেহাই না পায়, তা নিশ্চিত করার জন্য ওয়ালস্ট্রম জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান। খবর এএফপির।
ওয়ালস্ট্রম বলেন, কঙ্গোতে নারীরা অব্যাহতভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছেন। তবে এটা এই কারণে নয় যে তাঁদের রক্ষা করার জন্য পর্যাপ্ত আইন নেই। বরং আইন প্রয়োগের অভাবে এসব ধর্ষণের ঘটনা ঘটছে। তিনি বলেন, যারা এসব অপরাধ করছে তাদের যদি শাস্তি দেওয়া না হয়, তাহলে নারীর অধিকার বলে কিছু থাকবে না।
ওয়ালস্ট্রম বলেন, কঙ্গোতে নারীরা এখনো নিরাপদ নন। এমনকি তাঁরা তাঁদের ঘরেও নিরাপদ নন। তাঁর সাম্প্রতিক কঙ্গো সফরের বিস্তারিত ঘটনা নিরাপত্তা পরিষদকে অবহিত করার সময় ওয়ালস্ট্রম এসব কথা বলেন।
এদিকে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচআরসি গত সপ্তাহে জানায়, কঙ্গোতে প্রতিদিন গড়ে ১৪ জন নারী যৌন হয়রানির শিকার হচ্ছে।

No comments

Powered by Blogger.