কুকুরের জন্য ব্লাড ব্যাংক

ভারতের তামিলনাড়ু রাজ্যের রাজধানী চেন্নাইয়ের একটি পশুবিষয়ক হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় কুকুরের রক্ত সংরক্ষণাগার (ব্লাড ব্যাংক) চালু করেছে। তামিলনাড়ু ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটি নামের ওই প্রতিষ্ঠান গত সোমবার সেখানে এই কার্যক্রম শুরু করে।
বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য পি থাঙ্গারাজু বলেছেন, ইতিমধ্যে কুকুরের ২৮ জন মালিক নিজ নিজ কুকুরের রক্তদানের জন্য নিবন্ধন করিয়েছেন। গত সোমবার একটি ব্ল্যাক ল্যাব্রাডার জাতের কুকুরের দেহ থেকে রক্ত সংগ্রহের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
থাঙ্গারাজু বলেন, পশুবিজ্ঞানীরা কুকুরের দেহে আট ধরনের (গ্রুপের) রক্তের অস্তিত্ব পেয়েছেন। এই সবগুলো গ্রুপের রক্তের মজুদ পেতে তাঁদের দাতা কুকুর দরকার।

No comments

Powered by Blogger.