নতুন রাজনৈতিক দল গঠন করছেন মোশাররফ

ক্ষমতা থেকে বিদায় নেওয়ার দুই বছর পর আবার রাজনীতিতে ফিরতে চাইছেন পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফ। এ জন্য তিনি নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা করছেন। পাকিস্তানি কর্মকর্তারা গতকাল বুধবার এ কথা জানিয়েছেন।
নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে মোশাররফ নির্বাচনী কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন বলে নিশ্চিত করেছেন এক নির্বাচনী কর্মকর্তা।
সাবেক মন্ত্রী ও বর্তমানে মোশাররফের আইনি উপদেষ্টা মোহাম্মদ আলী সাইফ জানিয়েছেন, নির্বাচনী কর্তৃপক্ষ ১০ মে আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে।
সাইফ বলেন, ‘নতুন দলের নিবন্ধন পেতে আমি আবেদন করেছি। দলের নাম নির্ধারণ করা হয়েছে “অল পাকিস্তান মুসলিম লিগ”। পারভেজ মোশাররফ হবেন দলের প্রধান। নিবন্ধন পাওয়ার পর আমরা এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেব।’
নতুন দল গঠনের লক্ষ্যে মোশাররফের পক্ষে সক্রিয়ভাবে কাজ করছেন সাইফ। তিনি জানান, লন্ডনে পারভেজ মোশাররফের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং মোশাররফ জানিয়েছেন, তিনি দেশে ফিরে আইনি লড়াই করতে চান।

No comments

Powered by Blogger.