সুদানে নির্বাচনের ফলাফল ঘোষণা পেছাতে পারে

সুদানে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা কয়েক দিন পিছিয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনের টেকনিক্যাল কমিটির প্রধান হাদি মোহাম্মদ আহমেদ গতকাল সোমবার এ তথ্য জানান। আজ মঙ্গলবার ফলাফল ঘোষণার কথা ছিল।
হাদি মোহাম্মদ বলেন, ‘আমরা ফলাফল ঘোষণার কোনো নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে পারছি না। কারণ, ফলাফল তৈরির প্রক্রিয়া অনেক জটিল। মঙ্গলবারের মধ্যে ফলাফল ঘোষণার কথা ছিল। পরে আমরা বুধবারের মধ্যে ফলাফল ঘোষণার আশা করেছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে, আমরা ততটা প্রস্তুত নই।’
সরকারি সংবাদ সংস্থা এসইউএনএ জানায়, এখন পর্যন্ত প্রকাশিত আংশিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট ওমর আল বশির এগিয়ে রয়েছেন। তিনি ১৯৮৯ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন।

No comments

Powered by Blogger.